অবতক খবর,১৭ জানুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি লরির পেছনে ধাক্কা ইলেকট্রিকের সামগ্রী বোঝাই কনটেইনারে,আগুন কন্টেইনারটিতে,চাঞ্চল্য বেলদা বাইপাসের জাতীয় সড়কে।

পশ্চিম মেদিনীপুরের বেলদা বাইপাসের ৬০ নম্বর জাতীয় সড়কে সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি লরির পেছনে ধাক্কা ইলেকট্রিকের সামগ্রী বোঝাই কনটেইনারের। দুর্ঘটনার পর আগুন লেগে যায় কন্টেইনারটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারে আসে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা হয় কন্টেইনারের চালককে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। চালকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বেলদা থানার পুলিশ। জানা গেছে খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় বেলদা বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে ইলেকট্রিকের সামগ্রী বোঝাই কন্টেনারটি। আর তারপরেই আগুন লেগে যায় কন্টেইনারটিতে। দাহ্য ইলেকট্রিকের সামগ্রী থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানা পুলিশ ঘটনার স্থলে আসে খবর দেওয়া হয় খড়্গপুরে দমকল কে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে দীর্ঘক্ষণ যানজট জাতীয় সড়কে বেলদা বাইপাসে।