অবতক খবর,১৩ সেপ্টেম্বর: হালিশহর ১৫ নং ওয়ার্ডের একজন বিশিষ্ট সমাজসেবীকা শ্রীমতি শর্মিষ্ঠা সরকার মুখোপাধ্যায়। তিনি ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কর্মী কমল মুখোপাধ্যায়ের সহধর্মিনী।

যখন রাজ্যে কড়াকড়ি লকডাউন চলছিল, সেই সময় আমরা দেখেছিলাম শর্মিষ্ঠা দেবী দুঃস্থ মানুষদের খাওয়ানোর পাশাপাশি তিনি একজন পশুপ্রেমী হওয়ায় পশুদেরও খাইয়েছেন।

আর আজ তাঁর জন্মদিন। তাঁর এই বিশেষ দিনটি তিনি পরিবারের সঙ্গে পালন না করে বেরিয়ে পড়েছেন পথে।
তিনি তাঁর নিজস্ব ওয়ার্ডে অর্থাৎ হালিশহর রবীন্দ্রপল্লী এলাকায় ৫০ জন দুঃস্থদের মুখে এক বেলা অন্ন তুলে দিয়েছেন। এর পাশাপাশি তিনি হালিশহর রামপ্রসাদ ভিটা এবং রামপ্রসাদ ঘাট এলাকায় মোট ৫০ জনকে খাইয়েছেন।

এ প্রসঙ্গে শর্মিষ্ঠা দেবী জানান, “মানব সেবাই অন্যতম ধর্ম। আমি আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই দীর্ঘদিন ধরে এই কাজে নেমেছি। শুধু আজকের এই বিশেষ দিনে নয়,আমি গোটা লকডাউনে নিজের সাধ্যমত মানুষের সেবা করেছি।”