অবতক খবর,রূপম রায়, নদীয়া,১৫ ডিসেম্বর: নিজেই স্কুটি চালিয়ে এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শনে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বুধবার শান্তিপুরের নিজ বাসভবন থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে স্কুটি চালিয়ে বেরিয়ে পড়েন বিধায়ক ব্রজ কিশোর এর পরেই পৌঁছে যান শান্তিপুর এক নম্বর ওয়ার্ডে।

ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন পাশাপাশি এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের সাথে কথা বলেন তিনি। বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর স্কুটি চালিয়ে এই নিকাশি ব্যবস্থা পরিদর্শন দেখে আপ্লুত শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বসবাসকারী সাধারণ মানুষ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শান্তিপুরের উন্নয়নমূলক কাজ নিয়ে কথাবার্তা বলার পরেই শান্তিপুরের একাধিক উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়েন বিধায়ক কিশোর গোস্বামী।

আজও ব্যাতিক্রম নয়, শান্তিপুরের একমাত্র সমস্যা গঙ্গা ভাঙ্গন ছাড়াও এবার শহরগুলির নিকাশি ব্যবস্থা কি অবস্থায় রয়েছে খতিয়ে দেখতে আজ থেকে তিনি অভিযান শুরু করেন। বিধায়ক জানান মানুষের জনসমর্থন পেয়ে তিনি বিধায়ক হয়েছেন, তাই ঘরে বসে সময় কাটাতে নারাজ তিনি। মানুষের স্বার্থেই প্রতিদিন কাজ করতে চান তিনি।