অবতকের বিশেষ প্রতিবেদনঃ

দুনিয়া জুড়ে মেহনতি মানুষের জন্য প্রেম প্রতিবাদ ও দ্রোহের গান গেয়েছিলেন যিনি , যার গানে উত্তাল হয়েছিল ভূপৃষ্ঠের আকাশ বাতাস সেই পল রোবসনের আজ জন্মদিন

বিশ্বের এই দুঃসময়। আশ্রয় খুঁজে বেড়াই, কাউকে খুঁজে পাই না কাছে। খোঁজ চলে আমার নিরন্তর। খুঁজে পাই এখনো মানুষ আছে।
তোমার দার্ঢ্য চেহারা, কন্ঠের গান। আমি খুঁজে পাই প্রাণ।
সংগ্রাম! চলুক সংগ্রাম…

নিগ্ৰো ভাই আমার
তমাল সাহা

সেদিনও তো উঠেছিল তুফান,
আগুনের পাখি গিয়েছিল গান। ‌
সেই নদীর বুড়ো মানুষটি ছিল নিশ্চুপ, বলেননি কিছু
জানত সে তো অনেক কিছু—
ঝড় ও বাতাসের কথা।
বিস্তীর্ণ দুপারে দুনিয়া জুড়ে মানুষের গাথা।

শ্রম ও ঘামে ভিজে যায় খেত,তুলোর উড়োউড়ি।
বেচারা বৃদ্ধ জো বলেছিল ফিরবেই বাড়ি। ‌
তুমি গেয়ছিলে গান তাদেরই।

সব কথা, সব সুর, সব ধ্বনি,
সবখানেই মানুষের‌ জয়।
পল রোবসন,নিগ্ৰো ভাই আমার!
সোচ্চারে তুমি,এ তামাম দুনিয়ার বরাভয়। ‌

পল রোবসন, নিগ্ৰো ভাই আমার!
আজও তোমার গানে জেগে ওঠে কলকারখানা, খেত ও খামার।

পল রোবসন!
দ্যাখো কমরেড
দ্যাখো বন্ধু আমার
দ্যাখো সহযোদ্ধা আমার
ওহে, কালো মানুষ রোবসন
উড়ছে মানুষের বিজয় কেতন….