অবতক খবর ,সংবাদদাতা ৫ই মে :: পশ্চিমবঙ্গ সরকার গরমের তাপদাহের কারণে যে ছুটি নির্দেশিকা দিয়েছিল রাজ্যজুড়ে তা প্রত্যাহারের দাবিতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ ইসলামপুর আবার বিদ্যালয় পরিদর্শক এর কাছে শারক লিপি প্রদান করা হলো। তাদের দাবি কেন স্কুল ছুটি করা হলো করোনাকালে এরপর আস্তে আস্তে স্বাভাবিক হতে চলা স্কুলকে এইভাবে বন্ধ করা উচিত হয়নি।

তাদের আরও দাবি উত্তরবঙ্গের সেরকম এখনো গরম পড়েনি। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় জুন-জুলাই মাসের তীব্র তাপদাহ থাকে সেই সময়ই গরমের ছুটিতে থাকলে ভাল হত। তাদের আরও দাবি আজ এই স্মারকলিপির মাধ্যম দিয়ে তারা রাজ্য ও জেলা স্তরে আধিকারিকদের কাছে এই স্মারকলিপি পৌঁছে দেবে । তাদের এই ছুটি বাতিল করা হয় পঠন পাঠানো শুরু করা হয় সেদিকে যেন রাজ্য সরকার নজর দেয়।