অবতক খবর,৪ নভেম্বর : নববারাকপুর পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দের ১২তম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন সংলগ্ন ১৭৫ মিনিবাস স্ট্যান্ড মোড়ে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হয়।উপস্থিত ছিলেন পুরসভার প্রাক্তন পুর প্রতিনিধি সুখেন মজুমদার, পুর প্রতিনিধি নীতা দে, কুন্তলা সাহা, মিহির দে, সুমন দে,জয়গোপাল ভট্টাচার্য, নির্মিকা বাগচী, তৃপ্তি মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন। পুজো কমিটির অন্যতম প্রধান সমাজসেবী স্বপন দাস জানান প্রতি বছরের মতো এবছর ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এক হাজার অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র উপহার স্বরূপ কম্বল প্রদান করা হল।পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দের সদস্যরা দীর্ঘ ১২ বছর ধরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে থাকে। শীতবস্ত্র কম্বল উপহার প্রদান ছাড়াও মধ্যমগ্রাম গঙ্গানগরে দুটি অনাথ আশ্রমের ছোট শিশু কিশোর দের প্রীতি বস্ত্র উপহার খাবার তুলে দেওয়া হয়, কয়েক হাজার মানুষের হাতে মহাপ্রসাদ ভোগ বিতরণ ও করা হয় এবং থাকে মনোঞ্জ বিচিত্রানুষ্ঠান।