অবতক খবর,১০ জুলাইঃ নিউ বারাকপুর প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ে প্রথম বারের মূল্যায়নেই ন্যাকে বি++ গ্রেড পেল। জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুনিল কুমার বিশ্বাস। উল্লেখ্য ন্যাকের প্রথম তিনটি ধাপে যথাযথভাবে উত্তীর্ণ হওয়ার পর গত ১৪-১৫ জুন ন্যাক এর তিনজন সদস্যের প্রতিনিধিদল মহাবিদ্যালয় পরিদর্শন করেছিলেন।

শনিবার ন্যাক থেকে জানানো হয় যে নির্ধারিত সাতটি বিষয়ে মূল্যায়নের ভিত্তিতে ২.৮৪ নম্বর পেয়ে বি++ গ্রেড অর্জন করেছে নিউ বারাকপুর প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়। আগামী পাঁচ বছরের জন্য কলেজের এই ন্যাক গ্রেড বৈধ থাকবে। কলেজের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আগামী দিনে এই সাফল্য কলেজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।