না ফেরার দেশে পাড়ি দিলেন বসিরহাট মহাকুমার প্রখ্যাত ইমাম আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব, শোকের ছায়া এলাকা জুড়ে

অবতক খবর,৭ জানুয়ারি, বসিরহাট: বসিরহাট মহাকুমার প্রখ্যাত ইমাম আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার সকাল 8টা 30 মিনিট নাগাদ তানার নিজে বাসভূমি শ্রীনগর গ্রামে মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত 86 বছর বয়সী আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব বার্ধক্য জনিত দুর্বলতার পাশাপাশি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন।

আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেব ছিলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পিরকেবলার রহমাতুল্লাহ আলাইহের মুরিদ ও সেবক ছিলেন।দীর্ঘকাল যাবৎ তিনি ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলার সাথে বিভিন্ন ইসলামিক জলসার দাওয়াতের মেহমান ছিলেন।
তিনি মাওলানা পাশ করবার পরে দীর্ঘ 60 বছর ধরে তানার নিজ গ্রাম শ্রীনগর জামে মসজিদে ইমামতি করেন, ইমামতির পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় জলসার সুবক্তা ছিলেন।
এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তানার কাছে বিভিন্ন তদবীর ঝাড়ফুঁক করতে তানার বাড়িতে প্রতিনিয়ত হাজির হতেন . উভয় সম্প্রদায়ের মানুষের অত্যান্ত প্রিয় ব্যক্তি ছিলেন।
তানহার মৃত্যুর খবর পাওয়ার পর হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তানার বাড়িতে হাজির হন. তানার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসলো।

আলহাজ্ব ইমাম উদ্দিন সাহেবের মৃত্যুর খবর পাওয়ার পর তানার বাড়িতে আসেন ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিক সাহেব, পীরজাদা জুবায়ের সিদ্দিকী সাহেব, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন পীরজাদা শরিফুল আমিন।

শুক্রবার জুম্মা নামাজের পরে তানার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়. তানার জানাযা নামাজের ইমামতি করেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পিরকেবলার রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র পীরজাদা আলহাজ্ব মাওলানা ইউনুস সিদ্দিকী সাহেব।