নাম না করে রাজ্যপালকে পাগল বলে কটাক্ষ মন্ত্রী সুব্রত মুখার্জী।

অবতক খবর, নরেশ ভকত, বাঁকুড়া ::  আজ বাঁকুড়ার হিন্দু হাইস্কুল থেকে মাচানতলা পর্যন্ত তৃনমুলের এনআরসি ও সিএএ বিরোধী তৃনমুলের মিছিলে যোগ দেন সুব্রত মুখার্জী । মিছিল শেষে মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে তৃনমুলের প্রতিবাদ সভায় যোগ দিয়ে বক্তব্যে সুব্রত মুখার্জী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত ও বিরক্ত করার জন্য একটা পাগল পার্টিকে পাঠানো হয়েছে । সেই পাগলের নাম রাজভবন ।

রাজ্যপালের নাম না করে সুব্রত বাবু বলেন, আমি সেই পাগলের নাম বলতে চাই না । কারন তাঁর নাম করলে এখনও দিনের আলো আছে হঠাৎ করে অন্ধকার নেমে আসবে । তাঁকে বিশ্ববিদ্যালয় নেমন্ত্রণও না করলেও তিনি সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন ।

এদিন এন আর সি নিয়ে প্রধান মন্ত্রী ও অমিত শাহ কেও একহাত নিয়ে সুব্রত মুখার্জী বলেন, ওই দুজনেরই আঙুল উঁচিয়ে সবসময় লোককে শাসানি দেওয়ার অসভ্য অভ্যাস আছে । তাঁদের শাসানির কেউ ধার ধারে না । মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবেলা বলছে সরকার ফেলে দেবে । আমি বলছি হিম্মত থাকলে কালকেই সরকার ফেলে দিন । আমরা হিসেব বুঝে নেব কত ধানে কত চাল ।