নষ্টমেয়ে / তমাল সাহা

আজ লিখে যাই একটি নষ্ট মেয়ের কবিতা। সোদপুর নাটাগড়ের মেয়ে। নাম তার আরতি দাস। প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। চলে গেছেন ৬ ফেব্রুয়ারি নীরবে লোকচক্ষুকে আড়ালে রেখে।

নষ্টমেয়ে
তমাল সাহা

বিশ্বরূপা চৌরঙ্গি শেফালি–
একাকার।
তোমার মধ্যে কী ছিল দেখার!
আমরা কি দেখতে পেয়েছি সব
এমনই পবিত্র অনুভব?

জীবন বড়ো কঠিন।
দেখিয়ে দেহ- বিভঙ্গ
কামনা-রতি
নিজেকে পণ্য করেছ তুমি–
আরতি।

এইভাবে নৃত্যে-লাস্যে
জীবন শিল্প হয়ে যায়।
জঠরের ক্ষুধা নিবৃত্তি
হায়, মানুষ কত অসহায়!
সন্ধ্যা রাতে চাঁদ ওঠে
এক ফালি–
ঝরে গেল জীবন সংগ্রামী–
শেফালি।

তাহলে কি তুমি নষ্ট মেয়ে?
এখনো নক্ষত্র রাত জাগে
তোমার দিকে চেয়ে!

তোমাকে নিয়ে লেখা হয় কবিতা।
কাগজ কলমের সংঘর্ষে
ওঠে আওয়াজ–
নষ্ট মেয়ে নও তুমি,
স্পষ্ট হয়েছে আজ।