অবতক খবর,৪ জুন,নববারাকপুর : গ্রীষ্মের প্রখর দাবদাহে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি দেখা যায়। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসে রক্তদান শিবির করছে জেলা জুড়ে।ওড়িশার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সকালে নববারাকপুর পুরসভার ৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী পশ্চিম মাসুন্দা শতদল অ্যাথলেটিক ক্লাব নিজস্ব সংঘ গৃহে রক্তদান উৎসবের আয়োজন করে।

২১ তম বর্ষের রক্তদান শিবিরে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৩০ জন রক্তদান করেন এদিন।জানান সংঘ সভাপতি প্রদীপ গাইন।সংঘ সভাপতি আরো জানান শতদল অ্যাথলেটিক ক্লাব শুধু রক্তদান শিবির নয় বিগত দিনে আম্ফান ঝড়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহায়তা করেছে পাশাপাশি করোনা অতিমারি আবহে ও এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে পরিষেবা পৌঁছে দিয়েছেন সাধ্যমতো। এছাড়াও বস্ত্রদান, এলাকায় কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান সহ রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংঘের প্রয়াত সদস্য দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই ধারাবাহিক রক্তদান উৎসব। রক্তদাতাদের ঘরে শোভা বর্ধক হোম প্লান্ট গাছ তুলে দেওয়া হয় এদিন ।বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে স্হানীয় শিল্পীরা সংগীত নৃত্য আবৃত্তি পরিবেশন করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য,শোভা রায়, দেবাশিস মিত্র, ডাঃ নিতাই পদ রায়, ডাঃ অর্নব রায়, শিক্ষক অম্লান দাশগুপ্ত সংঘ সম্পাদক আনন্দ কর্মকার সহ সংঘের বরিষ্ঠ সদস্যরা।সকালে রক্তদান উৎসবে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।