অবতক খবর,১১ মে,নব বারাকপুর : গ্রীষ্মের প্রখর দাবদাহে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যবসায়ী সমিতি এগিয়ে এসে মূমূর্ষ মানুষের সেবায় রক্তদান শিবির করছে।বৃহস্পতিবার সকালে নববারাকপুর বটতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নিজস্ব নবনির্মিত কার্যালয়ে দ্বারোদঘাটন এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে মানব সেবার ব্রতী হয়ে প্রথম বর্ষ রক্তদান শিবির করল ডঃ মেঘনাদ সাহা সরণী স্হিত শীততাপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে।এদিন সকালে ব্যবসায়ী সমিতির কার্যালয়ের দ্বারোদঘাটন করলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্হানীয় পুর প্রতিনিধি বেবি চক্রবর্তী।মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে ফিতে কেটে সৃষ্টি নামাঙ্কিত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান।

পুরপ্রধান প্রবীর সাহা বলেন খুব ভালো কাজ করছেন ব্যবসায়ী সমিতি সদস্যরা। একদিকে নিজেদের কার্যালয়ে উদ্বোধন পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে মানব সেবায় প্রখর দাবদাহ উপেক্ষা করে রক্তদান শিবির। বহু মানুষ উপকৃত হবেন এই মানব সেবায়। এর থেকে ভালো কাজ কিছু হতে পারে না। সমিতির শ্রী বৃদ্ধি কামনা করেন। এছাড়া ও উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনে অন্যতম মেডিক্যাল ব্যাঙ্কের সম্পাদক ডি আশীষ, সমাজসেবী অসিত ভট্টাচার্য প্রমুখ।ব্যবসায়ী সমিতির সভাপতি কাজল দাস সম্পাদক সমীর দাস জানান প্রথম বর্ষ রক্তদান শিবিরে মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৪২ জন রক্তদান করেন এদিন।

বটতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির দীর্ঘ দিন বাদে নবরূপে সুসজ্জিত নবনির্মিত কার্যালয়ে শুভ উদ্বোধন হল।গ্রীষ্মকালীন রক্ত সংকটে মোচনে প্রথম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন।ব্যবসায়ী সমিতির সদস্য সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ ভালো সাড়া ফেলেছে এদিন।