অবতক খবর,১৩ জানুয়ারি,নববারাকপুর: স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবসে যথাযথ মর্যাদার সাথে পালন করল নববারাকপুর পুরসভা।বৃহস্পতিবার সকালে পুরসভা প্রাঙ্গণে স্বামীজির প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুর প্রতিনিধি মিহির দে, দেবাশিস মিত্র, নির্মিকা বাগচী, বেবী চক্রবর্তী, আরতি দাস মল্লিক, পূজা গুপ্ত, শোভা রায়, কৃষ্ণা বোস, পুরসভার হেডক্লার্ক সজল নন্দী মজুমদার, পুর কর্মী প্রশান্ত চট্টোপাধ্যায় সহ পুর কর্মচারীরা।পুরসভার পুর প্রতিনিধি দেবাশিস মিত্র বলেন স্বামী বিবেকানন্দ যে আদর্শের ভিত্তিতে দেশের প্রতি যে কথা বলেছেন মানুষের জন্য কাজ করেছেন সারা পৃথিবী ব্যাপী। আজকের যুগে দাড়িয়ে ভারতবর্ষে বিপরীত মুখি সমাজে কাজ করবার প্রবহমানতা জারি রয়েছে। আজকে যদি সত্যি স্বামীজিকে সন্মান বা শ্রদ্ধা জানাতে চাই,স্মরণ করতে চাই ছাত্র যুব সমাজ সকল মানুষকে তার ভাবনায় প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে।

তবে দেশ ঐক্যবদ্ধ হবে। মানবতাবাদ বোধে জাগ্রত হবে। দেশ শক্তিশালী হবে। মূল আদর্শকে সন্মান জানিয়ে সঠিকভাবে তার ভাবনায় ছাত্র যুব সমাজ কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারলে দেশ শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারবে বলে ধারণা পুর প্রতিনিধি দেবাশিস মিত্র র।তবেই বিবেকানন্দের জন্মদিন সার্থক রূপ পাবে। এরপর পুরসভার ১৩ নং ওয়ার্ডে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে স্বামীজির মূর্তিতে এবং ১৪ নং ওয়ার্ডে মধুমিতা সরণী স্হিত স্বামীজির পূর্ণায়ব মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার উপপুরপ্রধান, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও পুর কর্মচারীরা।