অবতক খবর,২৮ এপ্রিল,নববারাকপুর: দেশের জন্য দিয়ে গেলো যারা নিজেদের বলিদান তাদের স্মৃতিতে লাগান গাছ, বাঁচান পৃথিবী। বাঁচান প্রাণ। শ্লোগান কে সামনে রেখে শুক্রবার সকালে নববারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দশ দিনে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কে সামনে রেখে পুরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা কালিকা আশ্রম এলাকায় শুভ উদ্বোধন হল বৃক্ষরোপণ কর্মসূচি। সূচনা করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।সেগুন, মেহগনী, কাঠাল, সহ বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের বাহারি গাছ রোপন করা হয় পুরসভার ৬ ও ৭নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে জানান তৃণমূল কংগ্রেস শুধু ঝান্ডা ধরে রাজনীতি করে না ।চব্বিশ ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা পৌঁছে দেয়। মানুষের সাথে থাকে।প্রখর তাপপ্রবাহ চলছে।সারা বিশ্ব জুড়ে উষ্ণায়ন। পরিবেশ সচেতনতায় শহর জুড়ে চারাগাছ রোপনের পরিকল্পনা নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস।

দশ দিনে একহাজার গাছ রোপন করা হবে শহরের বিভিন্ন ওয়ার্ডে। গাছ গুলি সঠিকভাবে রোপন রক্ষণাবেক্ষণ এর জন্য ওয়ার্ডের যুব কর্মী দের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি গাছ রোপন করে দেশের স্বাধীনতা সংগ্রামী দের নামে উৎসর্গীকৃত করা হয়েছে।পুরপ্রধান থেকে উপপুরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন চারা গাছ রোপন করে জল দিয়ে চারিদিকে ঘিরে দেন। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, মনোজ সরকার, জয়গোপাল ভট্টাচার্য, হৃষিকেশ রায়,সুদীপ ঘোষ, দেবাশিস মিত্র, বেবী চক্রবর্তী, শোভা রায়, ওয়ার্ডের তৃণমূল যুব কর্মীরা।