অবতক খবর,১২ অক্টোবর: নবপত্রিকা শব্দটির অর্থ হলো নয়টি গাছের পাতা যা দূর্গার নয়টি রুপের প্রতীকরূপে কল্পিত হয়।

মহাসপ্তমীর দিনে কোনো নদী বা জলাশয়ে সপত্র কলাগাছসহ আটটি সমূল সপত্র উদ্ভিদ একজোড়া বেল ও শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর মতো সাজিয়ে প্রতিমার ডানদিকে রেখে পুজো করা হয়।

প্রচলিত ভাষায় একে কলাবউ বলে নবপত্রিকাকে যেভাবে দেবীর নয়টি রুপকে দেখানো হয় তা হলো _ রম্ভাধিষ্ঠাত্রী ব্রাম্ভণী, কচ্বাধিষ্ঠাত্রী কালীকা,বিল্বাধিষ্ঠাত্রী শিবা,হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্ত্যাধিষ্ঠাত্রী কার্তিকা,দাড়িম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা,অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা,মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষী এগুলিকেই বলা হয় নবপত্রিকাবাসিনী নবদূর্গা।