অবতক খবর,১২ মার্চ,নদীয়া:- কয়েকদিন আগে থেকেই রাজ্যব্যাপী শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।শনিবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। সরকারি নিয়ম মেনে নদীয়ার নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীরা এইবার পরীক্ষা দিচ্ছে নবদ্বীপ সারস্বত বালিকা বিদ্যালয়ে।

পরীক্ষা চলাকালীন আজ নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগর কলোনির বাসিন্দা সুস্মিতা পাত্র নামের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।

এই পরিস্থিতিতে তার এক বছর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা চিন্তিত হয়ে পড়ে ছাত্রীর পরিবারের সদস্যরা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠলে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায় বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে হাসপাতালে বসেই নিজের পরীক্ষা দেয় অসুস্থই ছাত্রীটি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মানবিক এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি ছাত্রীর পরিবার সহ সকল নগরবাসী।