অবতক খবর,৮ জুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী ১৩ই জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। তবে ইডি সূত্রে খবর, মঙ্গলবার শুধু কুন্তলের চিঠি সংক্রান্ত বিষয়ে নয়, তা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর নোটিশে ১৩ জুন সকাল সাড়ে ১১টার সময় অভিষেককে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে ইডি। আর এই নোটিশ অভিষেকের কাছে পৌঁছেছে বৃহস্পতিবারই।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকেও গ্রেফতার করেছে ইডি। যিনি এক সময় অভিষেকের একটি অফিসে কাজ করতেন। অভিষেককে সাহেব বলে সম্বোধন করেন তিনি। সেই সুজয় কৃষ্ণ এখন ইডি হেফাজতে। আগামী ১৪ জুন তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগের দিনই অভিষেককে সিজিওতে ডেকে পাঠানো হয়েছে ইডির তরফে।