অবতক খবর,নবগ্রাম,২০ শে জুলাইঃ বি এল আর ও অফিসকে জমি চোর ও দালালদের স্বর্গ রাজ্যে পরিণত করার প্রতিবাদে নবগ্রাম বিএলআর ও অফিসে মিছিল করে এসে ডেভুটেশন দিল সিপিআই(এম) এর সদস্য ও কর্মী সমর্থকরা। এছাড়াও জমি থেকে কৃষকদের উচ্ছেদ বন্ধ করা, সব ভূমিহীনকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা, পঞ্চায়েতে তোলাবাজ ও কাট মানি বন্ধের দাবিও উঠেছে। দাবি ওঠে ১০০ দিনের কাজে গতি আনার পাশাপাশি ৬০০ টাকা মজুরি দিতে হবে। প্রভৃতি মোট দশ দফা দাবিতে ডেপুটেশন দেয় তারা। তারা এক বিক্ষোভ সভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন পার্টি নেতা হাবিবুর রহমান, মুকুল মন্ডল, সৈয়দ নুরুল হাসান, উজ্জ্বল রায় সহ আরো অনেক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন নবগ্রাম বি এল আর ও অফিস এখন দালালদের আখড়ায় পরিণত হয়েছে।