নন্দীগ্রামে দিলীপ ঘোষের কর্মসূচী আটকালো পুলিশ।

অবতক খবর, নন্দীগ্রাম: শনিবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিজেপি সভাপতি দিলীপ  ঘোষের নেতৃত্বে চলা অভিনন্দন যাত্রা আটকে দিল পুলিশ। দিলীপ ঘোষের ট্যাবেলো  আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ছড়িয়ে পরে উত্তেজনা। মুহূর্তে পুলিশ বিজেপি ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিজেপি কর্মীদের ওপরে লাঠিচার্জ করে।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সমর্থনে রাজ্য বিজেপি অভিনন্দন যাত্রার কর্মসূচি নিয়েছে রাজ্য জুড়ে। এদিন  পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের জন্য নন্দীগ্রামে গিয়ে অভিনন্দন যাত্রায় সামিল হয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।বিজেপির  অভিযোগ তখনই পুলিশ বাধা দে এই কর্মসূচিতে। এই প্রসংগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশ জোট বীরত্ব বিজেপি কর্মীদের ওপর দেখায়। আমাদের কর্মীরা যেহেতু দেশের আইন- সংবিধান মেনে চলে তাই তাদের মারধর করা হয়, গ্রেফতার করা হয়, কেস করা হয়।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর ছুঁড়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘তৃণমূল জন্য কোন আইন কানুন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তখন রাস্তা নেমে রাস্তা বন্ধ করতে পারেন। কিন্তু আমাদের অনুমতি চাইলে অনুমতি দেওয়া হয় না। ‘ দিলীপ ঘোষ বলেছেন, ‘ প্রতিদিন আমার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আজ এই কর্মসূচিতে জেলা সভাপতি এবং জেলা সম্পাদককে জামার কলার ধরে প্রহৃত করা হয়েছে।’

সিএএ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, ‘ হিন্দু মুসলিম নির্বিশেষে এই দেশের কোন মানুষের এই আইন নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। কর্মসূচির অনুমতি চাইলেও সরকার বাধা দিয়েছে। রাজ্যে অগণতান্ত্রিক পরিবেশ রয়েছে, বিজেপি এর বিরুদ্ধে লড়ছে। ‘