অবতক খবর,২৭ জুলাই:সমৃদ্ধশালী জনপদ হিসেবে পরিচিত গ্রাম পাঁচপাড়া ও চর গোবিন্দপুর। এই দুই গ্রামের দুপাশ দিয়ে বয়ে গেছে দামোদর ও শালী নদী । এই দুই নদীর সংযোগ খালের দুই পারে চরগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও অন্যপারে পাঁচপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র । এই দুই শিক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য এলাকার মানুষ নিজেরাই তৈরী করেন মাটির বাঁধ । কিন্তু এক রাতের বৃষ্টিতেই মাটির সেই বাঁধ ধুয়ে মুছে সাফ । ফলে চরম সমস্যায় ছাত্র ছাত্রী থেকে অসংখ্য সাধারণ মানুষ ।

এই জীবনের ঝুঁকি নিয়ে বড় অ্যালুমিনিয়ামের কড়াইয়ে চাপিয়েই ছোটোদের খাল পারাপার করাচ্ছেন পাঁচপাড়া গ্রামের অভিভাবকেরা ।

গ্রামবাসী রবীন মণ্ডল, রবীন্দ্রনাথ হালদার, অঞ্জু মণ্ডলরা বলেন, কৃষি প্রধান এই এলাকা। এখানে উৎপাদিত সব্জী বাজারে বিক্রি করেই মূলতঃ আমাদের সংসার চলে। একরাতের বৃষ্টিতে মাটির বাঁধ ভেঙ্গে পড়ায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ বলে তারা জানান।

নারায়ণ পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তোতোন মল্লিক বলেন, বিষয়টি শুনেছি। মূলতঃ অতিবৃষ্টির কারণেই ঐ বাঁধ ভেঙ্গে গেছে। পঞ্চায়েতের তরফে দ্রুত বাঁধের মেরামতি হবে বলে তিনি জানান