অবতক খবর , সৌম্যজিৎ চট্টোপাধ্যায় , পূর্ব মেদিনীপুর :-  পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এর বাঁকা গ্রাম এ রূপনারায়ণ নদীর চর এ একটি ইটভাটা তৈরীকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে তৃণমল এর গোষ্ঠীদ্বন্দ্ব। প্রায় পঞ্চাশ বছর ধরে প্রায় তিন একর জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন সেটি চর এ পরিণত হয়।সরকারি মত অনুসারে সেটি স্বীকস্তিভূমি।

বাঁকা গ্রামবাসীদের মতে ওই জায়গা তাদের। তাই তারা ওই জায়গা ইটভাটা মালিক কে দিয়েছেন যাতে তাদের মাসিক রুটিরুজির পথ প্রস্বস্ত হয়। অপরদিকে পাশের গ্রাম গাজীপুরের বাসিন্দাদের অভিযোগ ওই জায়গায় খেলার মাঠ ছিল এবং ওই জায়গা রায়ত।

তাই তারা ওই জায়গায় কোনো ভাটা করতে দেবেনা। মহিষাদল তৃণমল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী বলেন যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি, যাতে করে তারা ওই জায়গায় ভাটা তৈরী করতে পারে।

অপরদিকে নাটশাল 1গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক মাইতি বলেন নবান্ন থেকে বলা হয়েছে এই জায়গা অবৈধ।। তাই অবৈধ ভাটা বন্ধ হোক।