অবতক খবর,২৮ জুলাইঃ নদীয়া হরিণঘাটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল।
৫৪ দিনের এই আন্দোলনের মূল দাবি বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য নেই।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ দুমাস ধরে বন্ধ রয়েছে। যার কারণে শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতন ঠিকঠাক মত পাওয়া যাচ্ছে না এবং যে সকল ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় পাশ হয়েছে এখনো পর্যন্ত তাদের উত্তীর্ণ যে মার্কশিট তা ঠিকমতো পাচ্ছে না। যার কারণে সমস্যায় পড়েছেন।
সমস্যা না মিটলে অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন এবং বিশ্ববিদ্যালয় কাজকর্ম বন্ধ থাকবে জানানো হয়েছে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে।

পাশাপাশি বেশ কিছুদিন আগে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও অস্থায়ী কর্মচারীদের বেতন সঠিকভাবে পাওয়া হচ্ছে না, যার ফলে একই সমস্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস ঘেরাও করার কর্মসূচি ডাক হয় দীর্ঘক্ষণ যার ফলে বিশ্ববিদ্যালয় কর্ম ব্যবস্থা অচল হয়ে পড়ে।যদিও পরবর্তীকালে রেজিস্টারকে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে অবশেষে অশিক্ষক কর্মচারীদের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়।
যদিও সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন কর্মচারী ও অশিক্ষক কর্মীদের রেজিস্টার স্বয়ং নিজে।

দুইদিন যেতে না যেতেই এবার বিশ্ব বিদ্যালয়ের মূল প্রবেশ দ্বারে দুদিন চলছে আন্দোলন কর্মসূচি।