অবতক খবর,২৫ মার্চ,মলয় দে,নদীয়া:- অসম্পূর্ণ রাস্তা সম্পূর্ণ দেখিয়ে ফলক বসানোতে বিক্ষোভ এলাকাবাসীদের ।ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যেবেলা বেথুয়াডহরী কাঁঠালবেরিয়া ৮৯ নং ওয়ার্ড এর। কাঁঠালবেরিয়া বিল্লগ্রাম রোডের একটি তিন রাস্তার মোড় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ১ লক্ষ ৮৯ হাজার টাকা দিয়ে ১৩০ মিটার রাস্তা তৈরি করার কথা পঞ্চায়েত সমিতির । সেখানে রাস্তাটি তৈরি হয়েছে মাত্র ৯৫ মিটার ।বাকি ৩৫ মিটার কাজ হয়নি। অথচ ফলকে লেখা হয়েছে কাঁঠালবেড়িয়া ওই রাস্তা থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি করা হলো ।

এতেই ক্ষুব্ধ হন গ্রামবাসীরা, তারা বলেন যতটুকু কাজ হয়েছে ততটুকু না লিখে সম্পূর্ণ রাস্তাটি না করে ফলকে লিখে দেওয়া হল । এই নিয়ে তারা কন্টাকটার কে বললে কন্টাকটার তাদের বলেন তিনি পরে করে দেবেন। গ্রামবাসীদের প্রশ্ন তাহলে এইটুকু রাস্তা কেন বাকী থাকল । তাহলে কি আদৌ হবে না। এদিকে ফোন মারফত পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেশ্বর রায়কে কে জানাতে গেলে তিনি বলেন বিষয়টি ইঞ্জিনিয়ার ও কন্টাকটার দেখবেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ ঘোষকে জিজ্ঞেস করলে তিনি বলেন যদি ফলকটি ওইভাবে লেখা হয়ে থাকে তাহলে ঠিক হয়নি।এটিকে সঠিকভাবে লেখা প্রয়োজন ।