অবতক খবর / পিন্টু প্রামানিক : গাল ওয়ান ভ্যালির ইন্দো চায়না এল এ সি বর্ডারে অবৈধ ভাবে চিনা সৈনীকের আগ্রাসনের ফলে ভারতীয় সিমা রক্ষার্থে শহীদ হয় ২০ জন বীর সৈনিক।
তার প্রতিবাদে ও তাদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা জ্ঞাপন ও প্রতিবাদ সভা হয় হরিন ঘাটায়।
উপস্থিত ছিলেন সুভাস দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।