অবতক খবর, নদীয়া: তিথি হিসেবে সরস্বতী পুজো চলে গেলেও দিন হিসেবে আজকেই সরস্বতী পুজো ছিল গতবছর। সকলের আনন্দের মাঝে অতি সাধারণ জীবন যাপন করা বিধায়ক সরাসরি মিশে গিয়েছিলেন মানুষের মাঝে উৎসবের আনন্দে, হঠাৎ দুস্কৃতির গুলিতে প্রাণ যায়, সদাহাস্য উদ্যমী লড়াকু নেতা র। তাঁর পরিবারবর্গ, স্বজন-পরিজন , বন্ধু স্থানীয় সকলের কাছে সে ছিল অত্যন্ত প্রিয় পাত্র। মা বাবা দুই ভাই স্ত্রী ও এক সন্তান বর্তমান।

মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দুই ভাই এবং স্ত্রীকে যথাযোগ্য সম্মান দিয়ে ব্যবস্থা করেছেন কাজের। সরকারি নিয়ম অনুযায়ী স্বামী সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুর পর তার কাজটি পান স্ত্রী রূপালী দেবী। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সত্যজিতের রাজনৈতিক চিন্তাভাবনাকে মানতা দিয়েই রাজনৈতিক ভাবেই চলবে লড়াই। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শংকর সিংহ, বিধায়ক গৌরী দত্ত, বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, বিধায়ক রুকবানু রহমান , বিধায়ক নীলিমা নাগ, বিধায়ক সমীর কুমার পোদ্দার, জেলা পরিষদ সভাধিপতি রিক্তাকুন্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন দে সহ সকল প্রধান উপপ্রধান সদস্যবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে কৃষ্ণনগরে মঞ্চের উপর মুখ্যমন্ত্রীর ঘোষণা করে গিয়েছিলেন এই দিন সকলকে উপস্থিত থাকার জন্য।