অবতক খবর , নদীয়া :     করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বেহাল শান্তিপুরের তাঁত শিল্প। লকডাউন পর্ব শেষ হতেই আনলক পর্বের শুরুতে শান্তিপুরের বিভিন্ন তাঁত কাপড়ের হাট গুলো খুলে দিলেও, ব্যবসার হাল সেই তলানীতে বলেই দাবি তাঁত ব্যবসায়ীদের।

তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ড্রামের কাজে নিযুক্ত কর্মীরা শান্তিপুর পৌরসভা এলাকার ২১ নম্বর ওয়ার্ডে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় ঐ এলাকার ড্রামের কাজের সাথে যুক্ত কর্মীরা।

তাদের দাবি প্রতিনিয়ত টাকার পরিমাণ কম দিচ্ছে তাঁত ব্যবসায়ী মহাজনেরা। একাধিকবার জানালেও তার কোনো সুরাহা মিলেনি। এলাকার সমস্ত ড্রাম কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান এবং বলেন আগামী সোমবারের মধ্যে এর কোনো সুরাহা না মিললে কর্মবিরতি ঘোষণা করবেন তারা।