মলয় দে :: অবতক খবর :: নদীয়া ::    এখনো তাদের নেই সবার প্রয়োজনীয় পি পি ই  এবং মাস্ক l একই  গ্লাভস ধুয়ে পড়তে হচ্ছে l কখনও  তাদের ডিউটি করতে হচ্ছে  নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে,  কখনও সাধারণ ওয়ার্ডে l আবার তাদেরই ডিউটি দেওয়া হয়েছে কৃষ্ণনগরের গ্লোকাল কোভিড  হাসপাতালে l

নার্সদের অভিযোগ, ‘ জেলার অন্যান্য হাসপাতালের এক সপ্তাহ ডিউটি করার পর পরের সপ্তাহ ছুটি দেওয়া হচ্ছে নার্সদের l অথচ তাদের দেওয়া হচ্ছে না ছুটি l তারা কোভিড হাসপাতালে ডিউটি করতে রাজি আছেন l কিন্তু তাদের প্রাপ্য ছুটি দিতে হবে l প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে l কোভিড হাসপাতালে ডিউটি করে আসার পর তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করতে হবে l সংক্রমণের ভয় তাদেরও রয়েছে l’ এইসব দাবি তুলে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নার্সরা একজোট হয়ে হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখান l বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ চলার পর হাসপাতালে ছুটে আসেন সুপার ডাক্তার শচীন্দ্রনাথ সরকার l যদিও সেই সময় উপস্থিত চিত্র সাংবাদিকদের দেখেই তিনি ক্ষেপে যান l

অভিযোগ,  উপস্থিত সাংবাদিকদের দিকে তিনি রুখে যান l তাদের ক্যামেরা কেড়ে নিয়ে জোর করে ছবি মুছে দিতে বাধ্য করেন l হাসপাতালে সিকিউরিটি গার্ডকে ডাকা হয় l কার্যত নিগৃহীত করা হয় দুজন চিত্র সাংবাদিককে l ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন অনেক সাংবাদিকরাই l