অবতক খবর,১৪ ফেব্রুয়ারি, নদীয়া:- দলের প্রার্থী পছন্দ না হওয়ায় যারা নির্দল প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

তিনি বলেন,দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত দিতে হবে যে, তারা দলীয় প্রার্থীকে সমর্থন করে তাদের প্রার্থী প্রত্যাহার করে নেবেন।না হলে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’

রবিবার সন্ধ্যায় কল্যাণীর বি-ব্লকের একটি বেসরকারি লজে কল্যাণী, হরিণঘাটা,চাকদহ,গয়েশপুর পুরসভার প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও নেতৃবৃন্দদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, প্রাক্তন সভাধিপতি বাণী কুমার রায়, এবং চারটি শহরের দলীয় সভাপতিরা।পুরনির্বাচনের কৌশল নিয়ে সেখানে আলোচনা হয়।

এরপর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন,’ প্রতিটি পুরসভা ভিত্তিক একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। জেলা স্তরেও একটি ইশতেহার প্রকাশ হবে। বিরোধীরা যদি প্রার্থী দিতে পারেন, তাহলে সন্ত্রাস হয়েছে বলছেন কেন? আসলে নিজেদের দুর্বলতাটাকে ওরা ঢাকতে পারছে না। তাই এই ধরনের কথা বল ছে।’