অবতক খবর,২৮ জুলাইঃ আজ নদিয়া-মুর্শিদাবাদ জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বনসৃজন ও পরিবেশ সচেতনতার রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে বহরমপুর রবীন্দ্র সদনে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই বৃক্ষ রোপন কর্মসূচি থেকে দীপঙ্কর কুমার সাহা তিনি বলেন যে, গত ২৫ বছর ধরে এই পঁচিশ তম বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান শিবি র করে আসছি বলে তিনি জানান।

তিনি বলেন,ঔ আমরা একটা স্লোগান নিয়ে শুরু করেছিলাম “জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগাও গাছ বাঁচাও”। তিনি বলেন যেহেতু আমাদের জীবিকা চলে, তারও আগেই জীবন তাই দেশ ও দেশের বাইরেও বৃক্ষের উপকারিতা এবং বৃক্ষের প্রয়োজনীয়তার উপরে আমরা এই সেমিনার করে থাকি বলে তিনি জানান।

এই দিনে প্রচুর মানুষের হাতে চারা গাছ তুলে দেয়া হয় বলে তিনি জানান। তিনি বলেন নদীয়া এবং মুর্শিদাবাদে ৪৮টি শাখা সংগঠনে এই কর্মসূচি দু মাস ব্যাপী পালন করা হয় বলে তিনি জানান।