অবতক খবর , নদীয়া :      কার করার কথা ছিলো! অনেকেই করতে পারতো! এমন আলোচনা বা সমালোচনা নয় বরং পরিবেশের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের তাই এমন মানসিকতার কিছু মানুষ, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন মিলিতভাবে গঠন করেছিলো বগুলো ইকো ক্লাব ফ্রেন্ডস ইউনিটি ।

২০১৮ সাল থেকে নিয়মিত গাছ লাগিয়ে চলেছেন সদস্যরা।শুধু বগুলা নয় তার পার্শ্ববর্তী শীল বেরিয়া বিএসএফ ক্যাম্প, রামনগর বিএসএফ ক্যাম্প, মদনা, পাটিকেবাড়ি, ভায়না সহ বিভিন্ন এলাকায় প্রায় ছয় হাজার গাছ লাগিয়ে তা বাঁচানো সম্ভব করে তুলেছে সদস্যরা।

আজ বগুলা ধানহাটা ঐকতান ক্লাব সংলগ্ন পার্কের সৌন্দার্যয়ানবৃদ্ধি র উদ্দেশ্যে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিজেরাই সামাজিক দৃষ্টান্ত হয়ে সারিবদ্ধ দেবদারু গাছ পুঁতলেন। এবং ওই এলাকার তাদেরই তিন সদস্যের উপর গাছগুলির লালন-পালনের যাবতীয় ভার লালনের দায়িত্ব দিলেন। এভাবেই তারা প্রত্যেক জায়গায় সদস্যদের গাছ দত্তক দিয়ে থাকেন। বাঁচাতে পারলে বাৎসরিক অনুষ্ঠানের সময় পুরস্কৃত হবেন সেরা দায়িত্ব পালনের।