অবতক খবর,১৭ আগস্ট,মালদা:- নতুন ১১ টি রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজ মালদার মোথাবাড়ী বিধানসভার মোথাবাড়ী স্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রাস্তা তৈরীর শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল হোসেন, মালদা জেলার জেলাশাসক নিতীন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালতি পুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্য বিশিষ্টরা মোথাবাড়ি বিধানসভা এলাকার প্রায় ১১ টি রাস্তা বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরেই পড়েছিল।

রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধায়ক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে এ রাস্তা গুলি নতুনভাবে তৈরীর উদ্যোগ নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তা গুলি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এলাকার মোট ১১ টি তৈরির জন্য প্রায় ৩ কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তা গুলির কাজের শিলান্যাস করা হয়। আগামী কিছুদিনের মধ্যেই রাস্তাগুলির কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। এলাকার বেহাল রাস্তা মেরামতি হওয়ায় ও নতুনভাবে রাস্তা তৈরি করে দেওয়ায় খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা।