অবতক খবর ,সংবাদদাতা ,বর্ধমান :- নতুন ভোটার কার্ড নিতে গেলেই দিতে হচ্ছে ২৫ টাকা। অভিযোগ নতুন ভোটারদের। এমনই অভিযোগ উঠে এলো বৃহস্পতিবার বর্ধমান শহরের ১২নম্বর ওয়ার্ডের বালিডাঙা প্রাথমিক বিদ্যালয় থেকে।

জানা গেছে, এখান থেকে সরকারি দপ্তরের কর্মীদের মাধ্যমে পুরানো ভোটার কার্ড সংশোধন ও নতুন ভোটার কার্ড দেবার কাজ চলছে।

১৮বছরে পা দেওয়া অনেক নতুন ভোটার তাদের নতুন ভোটার কার্ড নিতে গেলে, সরকারি কর্মীরা তাদের কাছ থেকে ২৫টাকা করে নিচ্ছেন।

বেশ কয়েকজন মিলে এর প্রতিবাদ জানালে কর্মীরা টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেয়।কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় এই ভাবে ভোটার কার্ডের জন্য টাকা নেওয়া যায় কি?