নতুন পুরানো
তমাল সাহা

নতুন বছর আসে
সালের সাংখ্যমান বাড়ে
আমরা হতে থাকি পুরানো
এটা কি জানো?
সম্পর্ক হয় কি ঘন!

জীবন ছোট হয়ে আসে।
আগুনের দিকে যাবার সময়
কমতে থাকে ভেবেছ কখনো!
গত বছর যে বছরটা ছিল নতুন
সে বছরটাই এ বছর পূরানো!

তবুও
জীবনকে ভালোবাসা
মানুষকে ভালোবাসা
কিছুতেই যায়না ছাড়ানো।

বর্ষ শেষ হয়ে আসে
ভুলে যাও সব ক্ষোভ ক্রোধ
কাছে এসো পাশে বসো
হাতে রাখি হাত
হয়ে যাক সব শোধবোধ।

মুখ ফেরালেই তো দূরত্ব বেড়ে যায়
মুখ ঘোরালেই তো কাছে চলে আসি
আছেই তো শুধু দুটি উচ্চারণ
ভালোবাসা ভালোবাসি!