নতুন করে বিধবা ভাতা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে

অবতক খবর,৩১ মার্চ,মালদা:  রাজ্যে ২১ লক্ষ মানুষ বিধবা ভাতা পাচ্ছেন।  নতুন করে বিধবা ভাতা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা দেশে বিধবা ভাতা প্রদানের ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে। বৃহস্পতিবার “নতুন বিধবা ভাতা প্রাপক জেলাস্তরে সুবিধা প্রদান” অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম ।

এদিন দুপুর একটায় মালদা কলেজ অডিটরিয়ামে সরকারি ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন । জেলাশাসক রাজর্ষি মিত্র,  পুলিশ সুপার অমিতাভ মাইতি, মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হাসান, বিধায়ক নিহার ঘোষ, রহিম বক্সী প্রমূখ।

এদিন নতুন বিধবা ভাতা প্রাপক জেলাস্তরে প্রায় ১৯ হাজার জনকে এই সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে।  রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে জেলায়  প্রায় ৫৫ হাজার মহিলাকে বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার । নতুন করে বিধবা ভাতা প্রাপকদের অন্তর্ভুক্তি করাই যার সংখ্যা জেলায় গিয়ে দাঁড়িয়েছে মোট ৭৪ হাজার।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই এক হাজার টাকার বিধবা ভাতার প্রতিকী চেক বিলি করা হয় বেশ কয়েকজন মহিলাদের ।