অবতক খবর,১৩ মার্চঃ নতুন করে ফের অশান্তির খবর সামনে এলো জগদ্দল থেকে। এক জুটমিল শ্রমিকের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। জগদ্দলের ৪ নম্বর জুট মিলের শ্রমিক সঞ্জয় যাদবের বাড়িতে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, গতকাল রাতে একদল দুষ্কৃতী এসে তৃণমূল কর্মী সঞ্জয় যাদবের বাড়িতে আচমকা ভাঙচুর চালায়।

তৎক্ষণাৎ তার বাড়ি থেকে তাকে খবর দেওয়া হলে তিনি জগদ্দল থানার পুলিশকে বিষয়টি জানানোর পরেই ঘটনাস্থল পৌছায় পুলিশও। তারপরই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরাও। বিষয়টি নিয়ে সঞ্জয় যাদব বলেন, আমি সাংসদ এর সাথে তৃণমূল করি। কে বা কারা এই ভাঙচুরের ঘটনা ঘটালো সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কোন নাম আমি জানতে পারিনি। তবে খোঁজ খবর নিয়ে ২ জনকে সনাক্ত করতে পেরেছি। পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমার অনুমান বিগত বেশ কয়েকদিন আগে ভাটপাড়ায় এক ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমি ছিলাম। সেই আক্রোশ থেকেই এই হামলা হতে পারে। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে। তিনি বলেন, তার বেআইনি কার্যকলাপের জন্যই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আপাতত ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।