নজরুলের ভুল/তমাল সাহা

নজরুলের ভুল
তমাল সাহা

কবিরাও ভুল করে
নিশ্চিত নজরুলও করেছিল ভুল।
লিচু চোর ছাড়া রাষ্ট্রে আরো মহা মহা চোর আছে বুঝতে পারেনি বিলকুল।

চোরেরাই মন্ত্রী না কী মন্ত্রীরাই চোর!
আমায় জিজ্ঞেস করেছিল,এ বিষয়ে কিছু জানা আছে তোর?

সে তো চেয়েছিল মাত্র দু মুঠো ভাত একটু নুন
সে তো বোঝেনি তার বদলে জনতার পাতে পড়বে ভস্মছাই।
নেতা মন্ত্রীরা গাড়ি-বাড়ি করবে বানাবে খামার
ঘরে তুলে নেবে বস্তা-বস্তাভর্তি কামাই!

পরে বুঝেছি এদের কথা লেখেনি কেন?

ত্রাণ-ত্রিপল চোর চাকরি-চোর স্বাস্থ্যচোর বালি-মাটি কয়লা-গরু-পুকুর এতো চোর লিখতে গেলে রাত কেটে হয়ে যাবে ভোর!

কলমের নিবেরও সহ্যসীমা আছে তো ভাই
হয়তো কলমের শ্রমের কথা ভেবে থামিয়ে দিয়েছে তাই!