অবতক খবর,৩ অক্টোবর,ধূপগুড়ি: ধূপগুড়ি ফুটবল ক্লাব আয়োজিত আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো কোচবিহার নিউটাউন ইউনিট। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হাওয়া এসআরএমবি ধূপগুড়ি কাপের আজ ৩ অক্টোবর রবিবার ছিল ফাইনাল খেলা। মুখোমুখি হয়েছিল
আয়োজক দল ধূপগুড়ি ফুটবল ক্লাব ও কোচবিহার নিউটাউন ইউনিট ফুটবল দল। খেলার দ্বিতীয় অর্ধের ২৭ মিনিটে গোল করে কোচবিহার ১-০ দলকে এগিয়ে দেয়। ১-০ গোলে খেলা সমাপ্তি হয়। জয়লাভ করে কোচবিহার দল। ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে খেলা পরিচলনা করতে দেখা যায় জলপাইগুড়ি জেলার চার জাতীয় রেফারিকে। মাঠে দর্শক আসন ছিল ভরপুর। ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় দর্শকদের মধ্যে। খেলার সূচনা করেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য মিতালি রায়। জলপাইগুড়ি জেলা রেফারি অ্যাসোসিয়েসনের সহ সম্পাদক রাজা দাস রায় ও শিখা বোস সহ ধূপগুড়ির প্রাক্তন খেলোয়াড়রা। টুর্নামেন্টের সেরা গোল রক্ষক হয় কোচবিহারের মিঠু হক। সর্বোচ্চ গোলদাতা ধূপগুড়ি দলের রাশেদ আলম। সেরা খেলোয়াড় একই দলের অমন সৈব্বা। এবং টুর্নামেন্টের সেরা রেফারি হয় অশোক রায় ও সেরা অ্যাসিস্ট্যান্ট রেফারি সৌভিক দত্ত। সবশেষে কোচবিহার এবং ধূপগুড়ি ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি তুলে দেন এসআরএমবি কোম্পানির হয়ে ফাইনালে প্রতিনিধি হিসাবে আসা তপব্রত গোস্বামী ও ভাস্কর দে।