সৌভিক দত্ত : জলপাইগুড়ি : অবতক খবর :     ধুপগুড়ি হিমাশ্রীর স্বপ্ন অলিম্পিয়ান হাওয়া, অলিম্পিকের টিকিটের খোঁজে পোল্যান্ড যাচ্ছে হিমাশ্রী। ২০১৯ সালে সাফ গেমসে রুপো জয়ী ধূপগুড়ির পশ্চিম মল্লিক পাড়ার মেয়ে হিমাশ্রীর এখন একটাই স্বপ্ন আলিম্পিক।হিমাশ্রীর পরিবারও চায় মেয়ে আলিম্পিক খেলুক।

লকডউনের সময়ও পাতিয়ালাতে এনআইএস ক্যাম্পে প্রতিনিয়ত মাঠে অনুশীলন চালিয়ে যেত হিমাশ্রী। ইস্টার্ন রেলে কর্মরত হিমাশ্রী গতমাসে পাতিয়ালাতে ফেডারেশন কাপে চতুর্থ হয়েছিল। ছন্দে থাকা হিমাশ্রীর টার্গেট এখন রিলে ফাইনালে ওঠা, তবেই অলিম্পিকের কোটায় সুযোগ পেয়ে যাবে দল। বিশ্ব রিলের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ঘোষণা করেছে ২০ জনের দল।

১মে থেকে পোল্যান্ডে ওয়াল্ড অ্যাথলেটিকস রিলে শুরু হবে। আর সেই রিলেতে ফাইনালে দল জায়গা করে নিলেই অলিম্পিয়ান হওয়ার স্বপ্নটা হয়ত পূরণ হবে ধুপগুড়ি মেয়ে হিমাশ্রীর। দুদিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দল পাঠাচ্ছে ভারত। প্রায় দুই বছর পর কোন প্রতিযোগিতায় নামছে দৌড়বিদরা। তবে পোল্যান্ডের আগে তুরস্কের আন্টালিয়া অনুশীলন করবেন হিমাশ্রীরা।