ধান পাকার সময় ঘটল বিপত্তি

অবতক খবর,২৯ অক্টোবর: ধানের ফল ভালো হওয়ায় খুশিতেই ছিলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর এলাকার চাষিরা।যখন ধান পাকার সময় চলে এসেছে তারি মাঝে ঘটলো বিপত্তি।কোন এক ধরণের পোকাড় অত্যাচারে ধান গাছ গুলি মরে শুকিয়ে মাটিতে লুকিয়ে পড়ছে।কৃষকেরা বাজার থেকে বিভিন্ন ধরণের কিট নাশক এনে জমিতে স্প্রে করলেও ধান গাছ গুলিকে বাচাতে পারছে না।

কৃষকেরা জানান,প্রথম দিকে জমির কোন এক অংশে গাছে আক্রমণ করছে পোকা গুলি তার পরে ধিরে ধিরে সমস্ত জমি জুড়ে ধানগাছ গুলিকে মেরে ফেলছে পোকা গুলি।ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে সবিন্দ রায়,তাপস রায় সহ বেশ কিছু কৃষকেরা।তাদের দাবি এবছর যেমন ফলন হয়েছিলো তাদের আশা ছিলো ভালো লাভ হবে তাদের।কিন্তু সব আশাই শেষ তাদের।

এখন সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পেলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে।তারা কৃষি দফতরে জানিয়েছে।ইতিমধ্যেই কালিয়াগঞ্জ ব্লক কৃষি দফতর থেকে সার্বে করে গিয়েছে বলে জানান,কৃষকেরা।এই বিষয়ে ব্লক কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ জানান, কালিয়াগঞ্জ ব্লক জুড়ে ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে তার মধ্যে ১২ শো হেক্টর জমির ধান নষ্ট হয়েছে বাদামী শোসক পোকার আক্রমণে।কৃষি দফতরের পক্ষ থেকে কৃষি জমি গুলি ক্ষতিয়ে দেখা হয়েছে রাজ্য ও জেলা স্তরে জানানো হয়েছে।যাতে বাংলা শস্য বীমার মাধ্যমে সহযোগিতা করা হবে।