অবতক খবর,২৫ আগস্টঃ ধান রোয়ার বেশ কিছুদিন চলে যাওয়ার পরও, কেশপুরের বিভিন্ন এলাকায় চাচিদের মাঝে মধ্যে ধানের ক্ষেত পরিদর্শন করতে যাওয়ার চল রয়েছে! বৃহস্পতিবার সকালে ঠিক সেই ধরনেরই ধান জমি দেখতে গিয়ে হঠাৎই দেখে ঝাকে ঝাকে সাদা বক ধান জমির উপর বসে রয়েছে। শয়ে শয়ে বক বসে থাকায় ধানগাছ গুলি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এক চাষী শেক তোজুর মাথায় হঠাৎই এক উদ্ভট বিদ্যা আসে। ফাঁদ পাতে জমিতে তারপর অপেক্ষা করতে থাকে।

অনেকক্ষণ পর বেশ কয়েকটি বক ফাঁদে আটকে যায়। তারপর চলে একের পর এক বক ধরে জবাই। সেই জবাই এর ভিডিও তুলে পোস্ট করে। এরপরই গ্রামের মানুষরা বিষয়টি বাধা দিতে গেলে তর্কাতর্কি হয় শেক তোজুর সাথে। খবর দেওয়া হয় কেশপুর থানায়। কেশপুর থানার পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে এসেছে ওই চাষীকে।