মনীষা বাল্মীকি এখন ভারতবর্ষ জুড়ে আলোড়িত উচ্চারণ। ভারতবর্ষের বর্ণ বিচারে দলিত শ্রেণী মনীষা। মনে রাখবেন বাল্মীকি রামায়ণ লিখেছেন।
মানুষ আবার দলিত হয় নাকি! রাষ্ট্র, সমাজব্যবস্থা সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষকে দলিত করে, শোষণ করে, এটাই তো জানি। ডিজিটাল ইণ্ডিয়া, স্বচ্ছ ভারত, সবকা সাথ,সবকা বিকাশ– কি প্রমাণ করছে দেখুন উত্তর প্রদেশের হাথরাস?

ধর্ষণ সাম্য
তমাল সাহা

আমরা কি কি পারি?
মনীষাকে ধর্ষণ করতে পারি
কারণ মনীষা দলিত।

আমরা কি কি পারি?
মনীষার জিভ কেটে দিতে পারি
কারণ মনীষা দলিত।

আমরা কি কি পারি
মনীষার মেরুদণ্ড ভেঙে দিতে পারি
কারণ মনীষা দলিত।

আমরা কি কি পারি
মনীষাকে জ্বালিয়ে দিতে পারি
কারণ মনীষা দলিত।

বাজরা ক্ষেতে পড়েছিল মনীষার লাশ
হাথরাস! হাথরাস!
এ কোন দেশ তুই হাতড়াস?

মনীষার মৃত্যু প্রমাণ করলো কি?

উচ্চবর্ণের কাছে নিম্নবর্ণ অচ্ছুৎ নয়
নেই কোনো বৈষম্য।
ধর্ষণের বেলায় অচ্ছুৎ চলে যায়
সেখানে লুকিয়ে আছে সাম্য।