ধর্ষণপাড়ার কাব্য
তমাল সাহা

১) মুক্তাঞ্চল

‘শহর দিয়ে গ্রাম ঘেরো’ পর্ব শুরু হয়েছে
আমরা মুক্তাঞ্চল গড়তে এগিয়ে চলেছি।
প্রচুর সাড়া পাওয়া গিয়েছে
আমাদের এলাকা বিস্তৃত হচ্ছে।

কলকাতার পার্কস্ট্রিট থেকে যাত্রা শুরু করে
মধ্যমগ্রাম খরজুনা শিলিগুড়ি রানাঘাট হয়ে
তিলজলা গাজোল পেরিয়ে কালিয়াগঞ্জ কালিয়াচকের দিকে এগিয়ে চলেছি….

আরেকটি ধর্ষণের জন্য প্রস্তুত থাকুন

২) হাই

ধর্ষিতা মেয়েরা পড়ে থাকে।
দেশ ভর্তি এতো মেয়ে
মেয়েদের প্রতিবাদী কণ্ঠস্বর নাই!
তাপপ্রবাহ একটু কমেছে
শুয়ে আছে ঘরে, তুলছে হাই।

৩) শান্ত পাড়া

এতো নিস্তব্ধ শুনশান চুপচাপ
কেন গো তোমাদের এই পাড়া?

আমি মনে করেছি
কেউ বুঝি ধর্ষণ করে রেখে গেছে
এই কিশোরীটিকে-মড়া!

৪) নারীরা নদী

কালিয়াচকে কিশোরীটি
ধর্ষিতা হয়ে পড়ে আছে।
এদিকে বৃষ্টিতে ভিজে
নারীরা নদী হয়ে গেছে!

৫) প্রতিবাদী

হাথরসে হুল্লোড় আমাদের
কালিয়াগঞ্জে কলিয়াচকে নাই।
সব ধর্ষণই খারাপ নাকি?
স্থান কাল শাসক ভেদে
ধর্ষণও করতে হয় বাছাই।

আমরা ফালতু প্রতিবাদী নই
ভেবেচিন্তে কন্ঠস্বর ওঠাই।