ধর্ম মানে / তমাল সাহা

বাংলাদেশে সংখ্যালঘুদের উৎসবে মৌলবাদীদের তাণ্ডব

ধর্ম মানে
তমাল সাহা

এক)
ধ-য়ে ধর্ম, ধ- য়ে ধান্দা
ম-য়ে মন্দির, ম-য়ে মসজিদ মানুষকে বানায় বান্দা।

ধর্ম মানেই রক্তস্রোত
ধর্ম মানেই নরবলি
ধর্ম মানেই হিংসার তাণ্ডব
ধর্ম মানেই ছড়ানো-ছিটানো লাশ
নীরব নিথর মানুষের শব!

দুই)
হায় ধর্ম,
এ কী সুকঠোর দ্ণ্ড তব!
প্রতি মুহূর্তে হিংসা ছড়াবো,
রক্ত নেবো।

এপারে গঙ্গা ওপারে পদ্মা
দুচোখে তার রক্তধারা
দুই রাষ্ট্র নীরব নিশ্চুপ
আনন্দে আত্মহারা!!