করোনার মহাকাল। ৮ মে’২১ শনিবার সুসংবাদে মনটা ভালো হয়ে গেল। হিন্দু পণ্ডিতের শেষকৃত্যে মুসলিমরা হাত বাড়ালো। কাশ্মীরি পণ্ডিত চমন লাল। বয়স ৭০।পূলওয়ামা জেলার তাহাব গ্রামে তার বাস। স্বজনেরা কাছে নেই প্রতিবেশীরাই স্বজন হয়ে দাঁড়ালো। ভারতবর্ষ!

ধর্মযাত্রা
তমাল সাহা

এই দেশ, এই ভূস্বর্গ উপত্যকা—
হৃদয়ে দেখো সংহতির উষ্ণতা
জ্যামিতিক পরিমাপে সাজায় চিতা।
দ্বিধা দ্বন্দ্ব ভুলে যায়, কোথায় একা?
মানুষের পাশে দাঁড়ায় মানুষ
এটাই মানবধর্ম, উজ্জ্বল পৌরুষ।

কাশ্মীরি পন্ডিতকে দাহ করে মুসলিম।
হিন্দু পন্ডিত অন্তিমে যাবে কোথায়—
বেহেস্তে না স্বর্গে ?
ঈশ্বর-আল্লাহ আমায় বলে দিন।

কবি বলে,
ধর্মহীন আকাশ, ধর্মহীন বাতাস
ধর্মহীন কাঠ,ধর্মহীন বিনাশ
ধর্মহীন এই ধরিত্রীর মাটি
ধর্মহীন অগ্নিশয্যা
কেন তবে হিংসা দ্বেষ রক্তের মাতামাতি?
কোথায় ধর্ম? কোথায় জাতপাত?
তোর মধ্যেই বসত করে শয়তান বজ্জাত!
ছেড়ে দে ওসব বজ্জাতি,
বাড়িয়ে দে স্পর্শের হাত।