অবতক খবর,নবগ্রাম,২৫ সেপ্টেম্বর: আগামী ২৭ সেপ্টেম্বর ধর্মঘটের সমর্থনে নবগ্রামে নিবিড় প্রচার কর্মসূচী গ্রহণ করল সিপিআইএমের গণসংগঠন গুলি। এদিন গোটা নবগ্রাম এলাকাজুড়ে মাইক প্রচার করেন তারা। প্রচারে অংশগ্রহণ করেন খেতমজুর নেতা হাবিবুর রহমান, জুয়েল শেখ, কৃষক নেতা প্রসন্ন মন্ডল, যুব নেতা রাজীব কাঠমা, শিক্ষক নেতা তুষার কান্তি খাঁ প্রমূখ। প্রচার শেষে নবগ্রাম ব্লক মোড়ে তারা বক্তব্য রাখেন।

প্রচারে নেমে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার তিনটি কালা কৃষি আইনের মধ্য দিয়ে দেশের কৃষি ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন তুলে দিতে চাইছে।এই আইনের ফলে গোটা কৃষিব্যবস্থা পরিচালনা করবে কর্পোরেটরা। এই সরকারের আমলে শুধু কৃষি নয়, ডিজেল, পেট্রোল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হয়েছে আকাশছোঁয়া। রোদ জলকে উপেক্ষা করে একমাত্র প্রতিবাদ করছে বামপন্থীরা।নেতৃবৃন্দ সাধারণ মানুষকে আগামী ২৭ সেপ্টেম্বরের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানায়।

ধর্মঘটের সমর্থনে মাইক প্রচার নবগ্রামে

অবতক খবর,নবগ্রাম,২৫ সেপ্টেম্বর: আগামী ২৭ সেপ্টেম্বর ধর্মঘটের সমর্থনে নবগ্রামে নিবিড় প্রচার কর্মসূচী গ্রহণ করল সিপিআইএমের গণসংগঠন গুলি। এদিন গোটা নবগ্রাম এলাকাজুড়ে মাইক প্রচার করেন তারা। প্রচারে অংশগ্রহণ করেন খেতমজুর নেতা হাবিবুর রহমান, জুয়েল শেখ, কৃষক নেতা প্রসন্ন মন্ডল, যুব নেতা রাজীব কাঠমা, শিক্ষক নেতা তুষার কান্তি খাঁ প্রমূখ। প্রচার শেষে নবগ্রাম ব্লক মোড়ে তারা বক্তব্য রাখেন।

প্রচারে নেমে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার তিনটি কালা কৃষি আইনের মধ্য দিয়ে দেশের কৃষি ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন তুলে দিতে চাইছে।এই আইনের ফলে গোটা কৃষিব্যবস্থা পরিচালনা করবে কর্পোরেটরা। এই সরকারের আমলে শুধু কৃষি নয়, ডিজেল, পেট্রোল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হয়েছে আকাশছোঁয়া। রোদ জলকে উপেক্ষা করে একমাত্র প্রতিবাদ করছে বামপন্থীরা।নেতৃবৃন্দ সাধারণ মানুষকে আগামী ২৭ সেপ্টেম্বরের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানায়।