অস্তগামী বেলা চলে যায়। প্রৌঢ় হয়ে বসে আছি দরজায়। যাবার সময় হল। বলেছি অনেক কথা। শেষবেলা বলে যাই ধর্মকথা।

ধর্মকথা
তমাল সাহা

এক)

ধর্ম বলে,অধর্ম!
তোরে করি ঘৃণা।
অধর্ম বলে, ধর্মের নামে
মন্দির ভাঙো, মসজিদ ভাঙো
অধর্ম হয় কি না!

দুই)

এক রামেতে সরকার ভাঙে
দুই রামেতে বাবরি
তিন রামেতে দাঙ্গা বাঁধে
ভোটবাজে খায় রাবড়ি।

তিন)

রামছাগলে রাম আছে
রামকৃষ্ণে রাম
রামদা-য়েও রাম আছে
রক্তে ভাসে গ্রাম।

চার)

রাম গেছে বনে তো কি
হনুমান তো আছে
হনুমান নাচছে দেখো
অযোধ্যারই গাছে।

রাম গেছে বনে
কাঁদছে আমার সীতা
লঙ্কাকান্ড বাধিয়ে হনু
পড়ছে দেখো গীতা।

পাঁচ)

করজোড়ে ছিলে তুমি
লাগলো বুকে গুলি
হা রাম! হা রাম!
উঠলো গেয়ে বনের বুলবুলি।

রামের বাণে মরলে তুমি
খুনখারাপি হারাম
রাম! রাম! জপতে জপতে
পেলে কী আরাম!

হা রাম! হারাম শব্দ দুটি
বাজছে আমার কানে
শব্দ দুটির খুঁজছি মানে
ধর্মের অভিধানে।