অবতক খবর,২০ ফেব্রুয়ারি : জরুরি ভিত্তিতে আরো দ্রুত পরিষেবা দিতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি করা হল গ্রিন করিডর। মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে বর্হি বিভাগ ভবন পর্যন্ত এই গ্রিন করিডর তৈরি করা হয়েছে। প্রায় একশো মিটার রাস্তা তৈরি করা হয়েছে সবুজ রং দিয়ে। মূলত ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক রোগীদের জন্য এই গ্রিন করিডর। কারণ ইতিমধ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি শুরু হয়েছে। গত কয়েকদিনে সফল ভাবে বেশ কয়েকজন রোগীর চিকিৎসা করা হয়েছে। নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা আরো উন্নত করতে হসপিটালের পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম হলো গ্রিড করিডর। এতদিন ব্রেন স্ট্রোকের তেমন চিকিৎসার পরিকাঠামো ছিল না মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ফলে বহু রোগী এই রোগের সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমানে মালদা মেডিকেলে এই রোগের চিকিৎসার পরিকাঠামো তৈরি হয়েছে। উপকৃত হচ্ছেন বহু মানুষ।

চিকিৎসকেরা জানান, ব্রেন স্ট্রোকের রোগীদের দ্রুত সুস্থ করতে হলে গোল্ডেন সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসতে হবে। অর্থাৎ কোন রোগীর ব্রেন স্টোক করার দুই ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসতে হবে জরুরি ভিত্তিতে। ব্রেন স্ট্রোক রোগীর চিকিৎসা খুব দ্রুত প্রয়োজন। তাই কোন রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য গ্রিন করিডর তৈরী করা হয়েছে। জরুরি বিভাগ থেকে বর্হি বিভাগের ১০৪ নম্বর রুম পর্যন্ত এই গ্রিন করিডর করা হয়েছে। বর্হি বিভাগের একশো চার নম্বর রুমে সিটি স্ক্যান করানো হয়। ব্রেন স্ট্রোকের রোগীর দ্রুত সিটি স্ক্যান করে সেই রিপোর্ট দেখেই চিকিৎসা শুরু হয়। তাই সবার প্রথমে দ্রুত সিটি স্ক্যান করতে এই ব্যবস্থা মেডিকেল কতৃপক্ষের।