অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- দ্রব্যমূল্য বৃদ্ধি ও পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে দুয়ারে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সারা বাংলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল যেখানে হিন্দু- মুসলিম বাঙালি -অবাঙালি এসবের তর্জায় ব্যস্ত তখন কংগ্রেস মানুষের রুজি রুটি, মানুষের প্রাপ্য অধিকার এর দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে ও যাবে। আকাশছোঁয়া জিনিসের দাম, প্রতিদিন বাড়ছে কাঁচা বাজার থেকে মুদিখানা সামগ্রীর দাম, কিন্তু রাজ্য সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই সে নিয়ে।

মানুষের চাকরি নেই, পকেটে পয়সা নেই, তার ওপরে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি তে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জীবন ধারণের সামান্য ভাত রুটি সবজিও জোটাতে পারছে না মানুষ।এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে বল কর্মসূচি গ্রহণ করেছিলেন সেটা ঠিক মত চললো না এখন আবার দুয়ারে দুয়ারে এটাও ঠিক মত চলবে কিনা জানা নাই।

আগামীকাল থেকে কংগ্রেস রাজ্য জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে “বাজারে বাজারে” পথ সভা করবে, সকল কংগ্রেস কর্মী , সমর্থক, সম মনস্ক মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।