অবতক খবর,৩১ জুলাই:’শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে’, পল্লী কবি জসীমউদ্দীনের কবিতায় উপেনের জমি ঋণের দায়ে গেলেও এবার বর্ষায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চাষীদের বিঘার পর বিঘা চাষের জমি বিলীন হয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদীগর্ভে। দ্বারকেশ্বর নদীর ভাঙনে ইন্দাস ব্লকের খটনগর কলোনি গ্রামের বিঘার পর বিঘা জমি ডুবে গেছে জলের তলায়। আর এই পরিস্থিতিতে চরম দুর্দশায় পড়েছেন এলাকার হাজারো কৃষিপ্রধান মানুষ। এই অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন ভাঙন কবলিত গ্রামের বাসিন্দারা। তদের আশঙ্কা, দ্রুত বাঁধ তৈরি না হলে এই গ্রামের সব জমি জায়গা দ্বারকেশ্বর নদীর গর্ভে তলিয়ে যাবে। তাই আজ তারা নিরুপায় এবং জমি বাঁচানোর জন্য সরকারের সাহায্যের জন্য আকুল।