অবতক খবর,১৯ ডিসেম্বর: আজ ১৯শে ডিসেম্বর ভারতীয় রাজনীতির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। কারণ নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ইতিহাসবিদেরা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র, দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ, পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বিক্ষোভ এবং মিছিল, সমাবেশের আয়োজন করা হয়েছে। দিল্লিতে ১৪৪ ধারা। কারফিউর মতো পরিস্থিতি। শহরের বেশকিছু অংশে ইন্টারনেট বন্ধ। মেট্রোর ১৬টি স্টেশনের ঝাঁপ বন্ধ।
বামপন্থীরা রাস্তায়। মান্ডি হাউস থেকে গ্রেপ্তার কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। আটক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, হান্নান মোল্লা, নীলোৎপল বসু, বৃন্দা কারাত। ডি রাজা, পল্লব সেনগুপ্ত।
লালকেল্লা থেকে গ্রেপ্তার যোগীন্দর যাদব, বেঙ্গালুরুতে রামচন্দ্র গুহকে পুলিশি হেনেস্হা করা হয়েছে। দিল্লিতে গ্রেপ্তার বহু। পথে নেমেছে মানুষ আর মানুষ— জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ।